ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পিসি হাইস্কুল মার্কেট, রেলওয়ে মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে বড়লেখা থানার পুলিশ সদস্যরা।


 
অভিযানকালে আব্দুল করিম নামে একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষণিক আমলে নিয়ে রেলওয়ে মার্কেটে অবস্থিত মূল্য তালিকায় উল্লিখিত দামের চেয়ে পেঁয়াজের দাম অতিরিক্ত নেওয়ায় মা ভেরাইটিজ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ ৫০০ টাকা দেওয়া হয়েছে।
 
সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, অভিযানকালে পিসি হাইস্কুল মার্কেটে অবস্থিত আবুল অ্যান্ড ব্রাদার্সকে মূল্য তালিকা না রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
বিবিবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।