ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ আটক ২ মাদককারবারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
বগুড়ায় ইয়াবাসহ আটক ২ মাদককারবারি

বগুড়া: বগুড়ায় ৩০ পিস ইয়াবাসহ আটক দুই মাদককারবারিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, বগুড়া সদর উপজেলার রাজাপুর মধ্যপাড়ার বাসিন্দা রাকিব হাসান (২৫) ও মধ্য কাটনারপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫৩)।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মাদক আইনের মামলায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া সদরের ফুলবাড়ি ফাঁড়ি পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার (২৪ নভেম্বর) রাতে উপ-পরিদর্শক (এস আই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার মাটিডালি মোড় এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে।  

তিনি আরও বলেন, আটকরা দীর্ঘদিন বিভিন্ন এলাকায় মাদক কেনা-বেচা করে আসছিলেন। সদর থানায় মাদক আইনে মামলায় সোমবার দুপুরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
কেইউএ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।