ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংগীতজ্ঞ মোবারক হোসেনের প্রথম জানাজা শিল্পকলা প্রাঙ্গণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
সংগীতজ্ঞ মোবারক হোসেনের প্রথম জানাজা শিল্পকলা প্রাঙ্গণে

ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সংগীত গবেষক মোবারক হোসেন খানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে শিল্পকলা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনা হয়।

প্রথম জানাজা শেষে রাজধানীর রামপুরায় অবস্থিত নিজ বাসায় মোবারক হোসেন খানের মরদেহ নিয়ে যাওয়া হয়।

মোবারক হোসেন খান।

এর আগে গত ২৩ নভেম্বর রাতে নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মোবারক হোসেন খান। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

১৯৩৮ সালের ২৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন মোবারক হোসেন খান। তার বাবা ওস্তাদ আয়েত আলী খাঁ প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী। তার চাচা ওস্তাদ আলাউদ্দিন খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ।

ছয় ভাইবোনের মধ্যে মোবারক হোসেন খান ছিলেন সবার ছোট। তার বড় তিন বোন- আম্বিয়া, কোহিনূর ও রাজিয়া এবং বড় দুই ভাই প্রখ্যাত সংগীতজ্ঞ আবেদ হোসেন খান ও বাহাদুর হোসেন খান।

মোবারক হোসেন খান দীর্ঘদিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৬ সালে একুশে পদক, ১৯৯৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার এবং ২০০২ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন গুণী এই সংগীত ব্যক্তিত্ব।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯/আপডেট: ১২৪০ ঘণ্টা
পিএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।