ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হলি আর্টিজানে হামলার বিচার একটি দৃষ্টান্ত: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
হলি আর্টিজানে হামলার বিচার একটি দৃষ্টান্ত: ড. মোমেন

ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার বিচার একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, হলি আর্টিজানে হামলার বিচার একটি দৃষ্টান্ত। আমরা এই বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি। 

বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী একথা বলেন।

আরও পড়ুন>>>‘সেনাপ্রধানের মিয়ানমার সফরে আলোচনার নতুন দ্বার খুলবে’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজানের ঘটনায় আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করেছি।

ইউরোপ-আমেরিকায় এমন ঘটনায় সবাইকে মেরে ফেলা হয়। তবে আমরা কিছু মেরেছি, আর বাকিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি।

তিনি বলেন, এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে। সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবে।

এদিকে, ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান দুপুরে ওই হামলা মামলায় আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। খালাস দেওয়া হয়েছে একজনকে।

‌মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।