ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হলি আর্টিজান হামলার বিচার একটি মাইলফলক: যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
হলি আর্টিজান হামলার বিচার একটি মাইলফলক: যুক্তরাষ্ট্র

ঢাকা: আলোচিত হলি আর্টিজান হামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক স্বরূপ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত বোধ করছে বলেও জানায় দেশটি। 

বুধবার ( ২৭ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানায়।  

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিচার সমাপ্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে।

এ রায়ের ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে।  

‘এ বিচার বাংলাদেশের জন্য মাইলফলক স্বরূপ। যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। ’

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদ বিরুদ্ধে লড়াই, বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে আমরা বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।  

এ মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতাহত বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতিও পুনরায় গভীরতম শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।