ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে বেপরোয়া স্বাধীন বাসের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
শ্রীনগরে বেপরোয়া স্বাধীন বাসের ধাক্কায় পথচারী নিহত

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় বেপরোয়া স্বাধীন পরিবহনের বাসের ধাক্কায় শেখ সামাদ নামে এক পথচারী নিহত হয়েছে। 

বুধবার (২৭ নভেম্বর) সকালে মহাসড়কে বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে ঢাকায় পাঠানো হয়। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামাদ উপজেলার হাসাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।  

রাত সাড়ে ৮টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন হাসাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রওশান আরা।  

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আব্দুল বাসেদ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।  

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।