ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহিত হোসেন নামে সাড়ে ৫ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুহিত ওই গ্রামের কৃষক আরিফ হোসেনের ছেলে।



জয়পুরহাট সদর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুজন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মত মুহিত বিকেলে নিজ বাড়িতে বসে একা একা খেলছিল। এরই এক পর্যায়ে তাদের বাড়ির দরজার উপর দিয়ে টানানো একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত তার হাতের স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।