ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় গোলাবারুদ-মাদকসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
খুলনায় গোলাবারুদ-মাদকসহ আটক ১ আটক রানা র‌্যাব হেফাজতে। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় বিপুল পরিমাণ গোলাবারুদ, বিদেশি মদসহ মো. মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মিনা কামালের রূপসা উপজেলার বাগমারা গ্রামে এ অভিযান চালানো হয়।

এসময় জেলার রূপসা উপজেলার চাঞ্চল্যকর সারজিল ইসলাম সংগ্রাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মোস্তফা কামাল ওরফে মিনা কামালের বাসায় অভিযান পরিচালনা করে তার সহযোগী মাসুদ রানাকে আটক করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-৬ এর একটি বিশেষ অভিযানিক দল মিনা কামালের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫ রাউন্ড রাইফেলের গুলি, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি, এক রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড ওয়ান শ্যুটার গানের গুলি, এক রাউন্ড ওয়ান শ্যুটার গানের খালি অ্যামুনিশন, পাঁচ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, তিন বোতল বিদেশি হুইস্কি, ছয় প্যাকেট আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। পরে একই গ্রামের কামালের সহযোগী মাসুদ রানাকে আটক করা হয়েছে।  

আটক মোস্তফা কামাল ওরফে মিনা কামাল হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৮টি মামলার আসামি বলে জানা যায়।

২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সারজিল ইসলাম সংগ্রামকে রূপসা থানাধীন বাগমারা গ্রামে একটি মোবাইল চুরি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

বাংলাদেশ সময়:  ২২১৩ ঘণ্টা,  নভেম্বর ২৭, ২০১৯
এমআরএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।