ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৩০ নভেম্বর ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন করা হবে

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
৩০ নভেম্বর ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন করা হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা

ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আগামী ৩০ নভেম্বর ‘নিউক্লিয়ার ডে’ উদযাপন করা হবে।

২০১৭ সালের ৩০ নভেম্বর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের রিয়েক্টর ভবনের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন হয়। এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্য দিয়ে বাংলাদেশ পরমাণবিক বিশ্বে প্রবেশ করে এবং বিশ্ব পারমাণবিক ক্লাবের সদস্য হয়। বাংলাদেশ বিশ্ব পারমাণবিক ক্লাবের ৩২ তম সদস্য রাষ্ট্র। এই দিক থেকে দিনটির তাৎপর্য অনেক। তাই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই নিউক্লিয়ার ডে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এই দিনটিকে জাতীয়ভাবে প্রতিবছর নিউক্লিয়ার ডে হিসেবে উদ্যাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি, আর্থিকসহ সার্বিক সহযোগিতায় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণ করা হচ্ছে। রাশিয়ার সর্বাধুনিক সর্বশেষ প্রযুক্তিনির্ভর প্রকল্প নবভরনেস বিদ্যুৎকেন্দ্রের রেফারেন্স প্লান্ট এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। দুই ইউনিট বিশিষ্ট এই বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার ৩ জি+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়েক্টর স্থাপন করা হবে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এই দিনটি উদযাপনের জন্য ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় সকালে র‌্যালি বের করা হবে। কনস্ট্রাকশনের কার্যক্রমের উপরে কারিগরি সেশন হবে। বিভিন্ন গ্রুপের নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের অভিজ্ঞতার আলোকে টেকনিক্যাল সেশন হবে। এরপর নিউক্লিয়ার কর্মকাণ্ডের উপর আলোচনা হবে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া সকল স্তরের কর্মকর্তা কর্মচারিদের টিকাদান কর্মসূচির আয়োজন করা হবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর বাংলানিউজকে বলেন, এ বছরে আমরা দিবসটিকে সীমিতভাবে পালন করব। এই দিনটি আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা নিউক্লিয়ার বিশ্বে পদার্পণ করেছি। এই দিনটিকে জাতীয়ভাবে প্রতিবছর উদ্যাপনের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসকে/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।