ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় জেএমবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
মুক্তাগাছায় জেএমবি সদস্য আটক জেএমবি। ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য হোসেন আলীকে (৩৪) আটক করেছে র‌্যাব-১৪। এসময় তার কাছ থেকে একটি ব্যাগের ভেতর হতে জিহাদি বই, লিফলেট এবং জিহাদি প্রচারণায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) রাতে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার দরিকৃষ্ণপুর এলাকায় গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বৈঠকের উদ্দেশে আসা লোকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে হোসেন আলীকে আটক করা গেলেও বাকি সদস্যরা পালিয়ে যায়। হোসেন আলী জেএমবির সক্রিয় সদস্য।  

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯ 
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।