ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মহিষের গাড়িচালকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মহিষের গাড়িচালকের

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় কুতুব আলী (৫৫) নামে এক মহিষের গাড়িচালক নিহত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ঝলমলিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুতুব আলীর বাড়ি একই উপজেলার পশ্চিম জিউপাড়া গ্রামে।

রাজশাহীর পুঠিয়ার পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে বলেন, কুতুব আলী মহিষের গাড়িতে আখ বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি পুঠিয়ার ঝলমলিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে কুতুব আলী গাড়ি থেকে সড়কের ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এসআই কাজল।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।