ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে জমি অধিগ্রহণের টাকার দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
নীলফামারীতে জমি অধিগ্রহণের টাকার দাবিতে সড়ক অবরোধ

নীলফামারী: নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ কাজের ভূমি অধিগ্রহণের টাকার দাবিতে সড়ক অবরোধ করেছে ক্ষতিগ্রস্তরা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নীলফামারীর দারোয়ানী মেলার মোড় সড়কে অবস্থান নিয়ে নীলফামারী-সৈয়দপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে ক্ষতিগ্রস্তরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

 

তখন ওই পথ দিয়ে যাওয়ার সময় অবরোধে আটকা পড়েন স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে তিনি গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ক্ষতিগ্রস্তরা।

অবরোধকারীদের অভিযোগ, চলতি বছর এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখনো অনেকে অধিগ্রহণের টাকা পাননি।

নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের সূত্র মতে, সরকারের নিজস্ব অর্থায়নে ২২৫ কোটি ৯৬ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে নীলফামারী-সৈয়দপুর সড়কের ১৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও মজবুতিকরণ কাজ শুরু হয় ২০১৮ সালের ২ অক্টোবর। যার নির্মাণ কাজ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।

বাংলাদেম সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।