ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
শৈলকুপায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বকশিপুর এলাকায় বাসের ধাক্কায় বিভাষ বিশ্বাস (১৮) নামে এক বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিভাশ ওই উপজেলার স্বরূপনগর গ্রামের বাবু বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শৈলকুপা শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিভাশ। পথে বকশিপুর এলাকায় হাটফাজিলপুর থেকে ছেড়ে যাওয়া শৈলকুপামুখী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাতক বাসটি জব্দ করাসহ চালক ও তার সহযোগীকে (হেলপার) আটক করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।