ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোববার থেকে যশোরে জ্বালানি বিক্রি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
রোববার থেকে যশোরে জ্বালানি বিক্রি বন্ধ

যশোর: ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রোববার (১ ডিসেম্বর) থেকে যশোরসহ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে পেট্রোল পাম্পে জ্বালানি বিক্রি বন্ধ থাকবে। 

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম শামসুল কাদের মিন্টু বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, কেন্দ্রীয় সমিতির সিদ্ধান্ত মোতাবেক পেট্রোল পাম্প মালিকরা এ সিদ্ধান্ত নিয়েছে।

মালিকরা ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ ধর্মঘট ডেকেছে। এসময় জেলায় সব প্রকার জ্বালানি তেল বিক্রি ও উত্তোলন বন্ধ থাকবে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।