ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
উলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও দুই শিশুসহ সাতজন আহত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উলিপুরের হাতিয়া ইউনিয়নের হাতিয়ার মেলা গ্রামের ডোবার পাড় নামের স্থানে ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের স্ত্রী এলাছি বেগমকে (৬৫) রাস্তার পাশে দ্রুতগামী এক অটোরিকশা ধাক্কা দেয়।

এতে এলাছি বেগম ও অটোরিকশার যাত্রী পূর্ণিমা রাণী দাস (৪০) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এলাছি বেগমের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠাতে বলেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, শনিবার সন্ধ্যায় জেলার ফকিরের হাট থেকে উলিপুর আসার পথে একটি ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাবেরতল নামক স্থানে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আলিফ (১৩), মোবাশ্বের (১৩), শেফালী বেগম (২৫), ছামাদ আলী (৭০), নিলা মনি (২৬) ও আছিয়া বেগম (৫৫) আহত হয়েছেন। আহতদের সবাইকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিক্যাল অফিসার শফিকুল ইসলাম জানান।  

বাংলাদেশ সময়:  ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।