ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর মামলায় অতিরিক্ত সচিব গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
স্ত্রীর মামলায় অতিরিক্ত সচিব গ্রেপ্তার রমনা থানায় মামলাটি দায়ের করা হয়

ঢাকা: যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেইলি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মো. শামীম জানান, স্ত্রী ডা. ফাতেমা জাহানের দায়ের যৌতুক ও নির্যাতনের মামলায় অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ফাতেমা জাহান রমনা থানায় মামলাটি দায়ের করেন। যার নম্বর ২০।  

পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে জিজ্ঞাসাবাদের জন্য জাকির হোসেনকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
পিএম/এসই/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।