ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

বরিশাল: ১১ দফা দাবি‌তে নৌ-যান শ্রমিকদের শুরু করা কর্ম‌বির‌তি‌ প্রত্যাহার করে নেওয়ার কারণে বরিশালে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) সকাল থেকে বরিশাল ও ঝালকাঠি জেলার অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

পাশাপাশি বরিশাল থেকে ভোলা, লক্ষ্মীপুর রুটেও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এতে কমেছে যাত্রীদের ভোগান্তি।

লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি না জানার কারণে সকাল থেকে বরিশাল নদী বন্দরে যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, সকাল থেকে যথানিয়মে লঞ্চ চলাচল করছে। রাতে ঢাকার উদ্দেশে যাত্রীবাহি লঞ্চগুলো রওয়ানা দিবে।

মালিকদের কাছে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ বছরের মধ্যে তৃতীয়বার ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন। তারই অংশ হিসেবে শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাত ১২ টা ১ মিনিট থেকে কর্ম বিরতি শুরু করে শ্রমিকরা। যে কর্মবিরত গতরাত ১২ টার দিকে প্রত্যাহার করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।