ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
যশোরে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত

যশোর: যশোরে পিকআপ ভ্যানের ধাক্কায় হাসিবুর হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে যশোর শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসিবুর যশোর সার্কিট হাউজ এলাকার শওকত হোসেনের ছেলে।

সে যশোর সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল হাসিবুর। পথে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় এলে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।