ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক অভিবাসন চলচ্চিত্র উৎসব সোমবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
আন্তর্জাতিক অভিবাসন চলচ্চিত্র উৎসব সোমবার আন্তর্জাতিক অভিবাসন চলচ্চিত্র উৎসব।

ঢাকা: আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন চলচ্চিত্র উৎসব (জিএমএফএফ)। দিনব্যাপী এ উৎসবে ১৫টি চলচ্চিত্র দেখানো হবে। যেখানে অভিবাসন বিষয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমস্যা সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে সঙ্গে নিয়ে জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ এ উৎসবটির আয়োজন করছে।

রোববার (১ ডিসেম্বর) আইওএম বাংলাদেশ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, অভিবাসীদের নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো দর্শকের মনে গভীর সহানুভূতি জাগিয়ে তুলবে।

একই সঙ্গে অভিবাসীদের বাস্তবতা, প্রয়োজন, দৃষ্টিভঙ্গি এবং জীবনযাপন বুঝতে সাহায্য করবে এ চলচ্চিত্র উৎসব। জিএমএফএফ-এর মূল উদ্দেশ্য হল, চলচ্চিত্রকে শিক্ষার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে সামাজিক সমস্যাগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করা। যাতে অভিবাসীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণকে প্রভাবিত করে। একই সঙ্গে চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মধ্যে আলোচনা ও চিন্তার একটি জায়গা তৈরি করে দেওয়ার জন্য এ আয়োজন। অনেক আগ থেকেই চলচ্চিত্র তথ্য, বিনোদন, শিক্ষা ও আলোচনার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শক্তিশালী এ মাধ্যমকে ব্যবহার করে মানুষের কাছে অভিবাসন ক্ষেত্রের নানা দিক তুলে ধরার লক্ষ্যে ২০১৬ সাল থেকে আইওএম বৈশ্বিক অভিবাসন বিষয়ক চলচ্চিত্র উৎসব আয়োজন করছে ।

এতে আরও বলা হয়, এ বছর বিশ্বের নানা প্রান্ত থেকে পেশাদার বা উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের ৬০০টিরও বেশি চলচ্চিত্র এ উৎসবে জমা পড়েছে। এর মধ্য থেকে একটি স্বনামধন্য বিচারক পর্ষদ ৩০টি চলচ্চিত্র নির্বাচন করেছেন। যা পৃথিবীর ১০০টি দেশে প্রদর্শিত হচ্ছে। ঢাকার উৎসবে দেখানো হচ্ছে ১৫টি চলচ্চিত্র।

দিনব্যাপী এ উৎসবে সরকারের প্রতিনিধি, নীতি নির্ধারক, শিক্ষার্থী, গবেষক, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, বিশিষ্ট অভিনয়-শিল্পী, উন্নয়ন-অংশীদার, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ নানা শ্রেণী-পেশার মানুষ এ উৎসবে যোগ দেবেন।

সোমবার সকাল ৯টায় উৎসবটি শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। এর মধ্যে সকাল ১০টায় এবং বিকেল ৫টায় ‘চলচিত্র ও অভিবাসন’ নিয়ে দু’টি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।