ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
নবাবগঞ্জে জঙ্গল থেকে নবজাতক উদ্ধার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নবজাতকটি। ছবি: বাংলানিউজ

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জঙ্গল থেকে এক নবজাতককে (ছেলে) উদ্ধার করেছে পুলিশ।

রোববার ( ১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টিকরপুর গ্রামের কাস্টমস অফিসার বাবুলের বাড়ির পাশের একটি জঙ্গল থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানাধীন গালিমপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন শিকদার বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে টিকরপুর গ্রামের কাস্টমস অফিসার বাবুল সাহেবের বাড়ির পাশে একটি জঙ্গলে এক নবজাতক কান্না করছে বলে ওই গ্রামের আয়শা বেগম নামে এক নারী পুলিশকে জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা ও দেখা শুনার জন্য ভর্তি করে দেয়।  

তিনি আরও জানান, শিশুটির অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।  

আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) ওসি ও  ইউএনও স্যারের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।