ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বহিস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
বরিশালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বহিস্কার বরিশালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বহিস্কার

বরিশাল: বরিশাল মহানগরের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বহিস্কার করা হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) রাতে বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহবায়ক এম মেজবাহ উদ্দিন জুয়েল’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রোববার (১ ডিসেম্বর) থেকে বহিস্কারের আদেশ কার্যকর হবে।

উল্লেখ্য, শনিবার (৩০ নভেম্বর) রাতে ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওনকে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অপরাধে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
এমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।