ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে বেসরকারি চাকরিজীবী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
রূপগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে বেসরকারি চাকরিজীবী 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ের পাশ থেকে জনি দাস (২৮) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। বেসরকারি চাকরিজীবী জনি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার বাইওসা এলাকার সুবল দাসের ছেলে।

ভুক্তভোগী জানান, মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দর থেকে চিটাগাং রোডে যাওয়ার জন্য আরও বেশ কয়েকজনের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজিতে ওঠেন তিনি। সে সময় যাত্রীবেশী ঐ লোকেরা চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তাকে সড়কের পাশে ফেলে রেখে যায়। দুষ্কৃতিকারীরা তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানান জনি দাস।  

পরে সড়কের পাশে অচেতন অবস্থায় পেয়ে স্থানীয়রা উদ্ধার করে জনিকে হাসপাতালে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ধরনের কোনো ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।