ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধান আজিজ আহমেদের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধান আজিজ আহমেদের বৈঠক

ঢাকা: মিয়ানমার সফর সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক সহযোগিতা কিভাবে বাড়ানো যায়, সেটাই এ সফরের মূল উদ্দেশ্য।

 

এর আগে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, সেনাপ্রধানের মিয়ানমার সফর ইতিবাচক। তার এ সফর দু’দেশের জন্য মঙ্গলজনক হবে।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ৮ ডিসেম্বর মিয়ানমার সফরে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
টিআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।