ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কলাবোঝাই ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
কলাবোঝাই ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় কলাবোঝাই ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে বলেন, শিবালয়ের নবগ্রাম এলাকায় রাস্তা পার হওয়ার সময় আট বছর বয়সী শিশু ও পয়ত্রিশ বছর বয়সী নারীকে কলাবোঝাই একটি পিকআপ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সর্ম্পকে তারা মা-মেয়ে। পিকআপটি আটক করা গেলেও চালক ও তার সহকারীকে আটক করা যায়নি।  

মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।