ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
গাংনীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

মেহেরপুর: গাংনী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৩০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা ইমরান আহমেদকে (২৪) আটক করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার সময় এ অভিযান চালানো হয়।

ইমরান আহমেদ বরগুনা জেলার আমতলি থানার শারিখখালি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গাংনী উপজেলার চোখতোলা নামক মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় ফেনসিডিলসহ ইমরানকে আটক করা হয়।

ওসি ওবাদুর রহমান বাংলানিউজকে জানান, মাদকের একটি চালান নিয়ে একজন মাদক ব্যবসায়ী মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের চোখতোলা মাঠের মধ্যে গাড়ির জন্য অপেক্ষা করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে তাকে আটক কর হয়। এ সময় ৩টি কার্টনে বন্দি ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।