ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বাকেরগঞ্জে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে সরকারি জমির ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা ভূমি কর্মকর্তা মো. তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

মো. তরিকুল ইসলাম জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন নুতন ব্রিজের প্রবেশ পথে এবং বাকেরগঞ্জ সরকারি কলেজের মূল গেট সংলগ্ন এলাকায় গড়ে ওঠা বেশকিছু পাকা, আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পাশাপাশি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বেশকিছু পাকা, আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।