ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বীরত্বপূর্ণ অবদানে পদক পাচ্ছেন বিজিবি ডিজিসহ ৬০ সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বীরত্বপূর্ণ অবদানে পদক পাচ্ছেন বিজিবি ডিজিসহ ৬০ সদস্য

ঢাকা: বীরত্ব এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছরের জন্য পদক পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকসহ বাহিনীর ৬০ সদস্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ পদক বা বিজিবিএম পদক পাচ্ছেন বর্তমানে বিজিবি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। মোট ১০ জন বর্ডার গার্ড বাংলাদেশ পদক পাচ্ছেন।
 
এছাড়া রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পাচ্ছেন ২০ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) পাচ্ছেন ১০ জন এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) পাচ্ছেন ২০ জন।
 
এ সংক্রোন্ত আদেশে বলা হয়, ২০১২ সালের ২২ ফ্রেবুয়ারি প্রজ্ঞাপন অনুযায়ী পদক প্রাপ্তরা পদক, নগদ এককালীন অর্থ ও বেতনের সঙ্গে মাসিক অর্থ প্রাপ্য হবেন।
 
বর্ডার গার্ড বাংলাদেশ পদকপ্রাপ্তরা নগদ এককালীন এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার ৫০০ টাকা করে পাবেন। রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক ও বর্ডার গার্ড বাংলাদেশ পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন। আর রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (সেবা) প্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার করে পাবেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।