ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি-সভা

বরিশাল: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সার্কিট হাউজ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।  

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে এক সংক্ষিপ্ত সভায় বরিশাল মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশেও মৃত্তিকা দিবস পালিত হয়ে আসছে। মাটিতে ফসল উৎপাদন হয়। তাই মাটির যথেচ্ছ ব্যবহার রোধে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।  

এসময় বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারি, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বরিশালের যুগ্ম পরিচালক ড. মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।