ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বাদাম এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইইনিট।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টঙ্গীর বাদাম এলাকায় একটি কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের ১১টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।