ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভুটানের নতুন রাষ্ট্রদূত শহীদুল করিম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
ভুটানের নতুন রাষ্ট্রদূত শহীদুল করিম

ঢাকা:  ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে এ কে এম শহীদুল করিমকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল অফিসার হিসেবে দায়িত্বরত এ কে এম শহীদুল করিমকে ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শহীদুল করিম স্টকহোম, কায়রো, লন্ডনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।  এছাড়া তিনি জেদ্দায় বাংলাদেশের কন্স্যুলার জেনারেল ছিলেন।  

শহীদুল আলম ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক পাশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।