ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
বেনাপোলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল বাজারে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে নাজিম উদ্দিন (৩২) নামে এক ইলেকট্রিশিয়ান শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নাজিম ঝিনাইদহের কোটচাঁদপুর গ্রামের মোবাচ্ছেলের ছেলে।

ভবনটির অন্য শ্রমিকরা জানান, বিকেলে ভবনের ষষ্ঠ তলায় ইলেকট্রিকের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান নাজিম। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসাইন বাংলানিউজকে জানান, নিজামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।