ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগ‌ঞ্জে কারেন্ট জাল বিক্রি করার দায়ে যুব‌কের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
বাবুগ‌ঞ্জে কারেন্ট জাল বিক্রি করার দায়ে যুব‌কের কারাদণ্ড

ব‌রিশাল:  বরিশালের বাবুগ‌ঞ্জে অ‌বৈধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদাল‌ত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলায় সাহেবের চর এলাকায় জেলা‌ প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট শাহাদাৎ হো‌সেনের নেতৃ‌ত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অ‌ভিযা‌নে নিজ ঘরে বসে গোপনে কারেন্ট জাল বিক্রি করার অপরাধে জুয়েল খানকে (২৬) হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছে ১ লাখ তিন হাজার ৫শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) (খ) ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা অবৈধ কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন র‌্যাব-৮ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, ডি‌সেম্বর ০৬, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।