ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে আনজেরা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া ক্যানেলপাড়ার বাসিন্দা স্বামী নজরুল ইসলাম ওরফে নজুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনজেরা নজরুলের প্রথম স্ত্রী বলে জানা গেছে।

আমলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ বাংলানিউজকে জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলোহের জেরে আত্মহত্যা করেছেন আনজেরা। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা তা খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।