ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এখনও নিষ্ক্রিয় হয়নি সেই বোমা সদৃশ বস্তু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
এখনও নিষ্ক্রিয় হয়নি সেই বোমা সদৃশ বস্তু

মেহেরপুর: দুইদিন পার হলেও মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে ফেলে রাখা বোমা সদৃশ বস্তুটি এখনও নিষ্ক্রিয় করা যায়নি।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাতে এবং শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে র‍্যাবর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বোমা সদৃশ বস্তুটি পরীক্ষা করার মতো প্রয়োজনীয় সামগ্রী র‌্যাব-৬ খুলনার দলের কাছে না থাকায় তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থান ত্যাগ করে।

শুক্রবার নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয় দল পৌঁছানোর কথা থাকলেও এখন পর্যন্ত তারা আসেনি। ফলে উৎকণ্ঠার মধ্যে কাটছে সময়।  

এর আগে, বৃহস্পতিবার সকালে কে বা কারা একটি ব্যাগে করে বোমা সদৃশ বস্তুটি ফেলে রেখে যায়। ঘটনার পরপরই সেখানে পুলিশ অবস্থান নেয়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।