ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম রেজা (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার পাল সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম রেজা টাঙ্গাইল জেলার নাগরপুরের আমদিবাড়ি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার পাল সিএনজি ফিলিং স্টেশন এলাকায় আরিচাগামী একটি ট্রাকের চাকা খুলে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী রবিউল ইসলামও খাদে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।  

পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া  হবে। এছাড়া এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।