ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদী জেলা হাসপাতালের পরিত্যক্ত গোডাউনে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
নরসিংদী জেলা হাসপাতালের পরিত্যক্ত গোডাউনে আগুন

নরসিংদী: নরসিংদী জেলা হাসপাতালের একটি পরিত্যক্ত গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা  ১২টার দিকে হাসপাতাল চত্বরে মেডিক্যাল অ্যাসোসিয়েসনের পাশে এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নরসিংদী একশ শয্যা জেলা হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য মেডিক্যাল অ্যাসোসিয়েসনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনে সামনের খালি জায়গায় পোড়ানো হচ্ছিল। এরমধ্যে আগুনের একটি ফুলিঙ্গ পরিত্যক্ত গোডাউনে ভেতরে চলে যায়। পরে সেখানে থাকা পুরাতন বেড ও অন্যান্য জিনিসের মধ্যে আগুন ধরে মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নরসিংদী দমকল বাহিনীর ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, সকালে হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য পোড়ানো হচ্ছিল। এরমধ্যে বাতাসে আগুনের একটি ফুলিঙ্গ পরিত্যক্ত গোডাউনে ভেতরে চলে গিয়ে আগুন লেগে যায়। গোডাউনে সবই পরিত্যক্ত মালামাল ছিলো।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।