ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইনে বানতাই নদীর পুনঃখনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
মিঠামইনে বানতাই নদীর পুনঃখনন কাজের উদ্বোধন বানতাই নদীর পুনঃখনন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার বানতাই নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকী ইউনিয়নের চারি গ্রামে এ নদীর খনন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান প্রকল্পের আওতায় দক্ষিণের হাওর উপ-প্রকল্পের বানতাই নদীর ১ দশমিক ৮ কিলোমিটার খনন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ) কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবসহ স্থানীয় নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।