ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
শরীয়তপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে আকলিমা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সখিপুর থানার দুর্গম চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়নের জবরদখল গ্রামের নিজ ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত আকলিমা ওই গ্রামের আল আমিন সরদারের স্ত্রী।

 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ আকলিমার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পদ্মার দুর্গম চরাঞ্চল হওয়ায় সেখান থেকে মরদেহ আনতে সময় লাগছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আল আমিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।