ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে শৃঙ্খলা ফেরাতে মার্চেই রুট নির্ধারণ হবে: সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
সড়কে শৃঙ্খলা ফেরাতে মার্চেই রুট নির্ধারণ হবে: সাঈদ খোকন

ঢাকা: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচল প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, আগামী মার্চ মাসের মধ্যেই ২০/২২টি রুট নির্ধারণ করা হবে। একই সময়ে কয়টি কোম্পানির অধীনে এসব রুটে বাস চলবে তাও ঠিক হয়ে যাবে। 

একই সঙ্গে চলতি মাসের (ডিসেম্বর) শেষ সপ্তাহে পুরান ঢাকায় চক্রাকার বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে বলেও জানান তিনি।  

সোমবার (০৯ ডিসেম্বর) ডিএসসিসির নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটিরর ১১ তম সভা শেষে সাংবাদিকদের সাঈদ খোকন এ কথা জানান।

 

ডিএসসিসি মেয়র বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। পুরান ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে চলতি মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলক চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।  

‘পুরান ঢাকার সদরঘাট, ধোলাইপাড়, ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে রামপুরা চলাচল করবে বিআরটিসির এসব সার্ভিস। তবে এখানে সফল হলে আমরা স্থায়ীভাবে এ সার্ভিস চালু করবো। ’

তিনি বলেন, বাসের রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির বেশ কিছু সভা হয়েছে। আমরা আজ বাসমালিকদের সঙ্গে বসেছি, অন্যান্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। জাতীয় নির্বাচন ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আমাদের কিছুটা সময় অতিবাহিত হয়েছে।  

‘তবে আগামী মার্চ মাসের মধ্যেই ২০/২২টি রুট নির্ধারণ হবে। এই সময়ে কয়টি কোম্পানির অধীনে এসব রুটে বাস চলাচল করবে তাও ঠিক হয়ে যাবে। ’

সাঈদ খোকন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ সফলতা দেখাতে না পারলেও অন্তত পাইলট প্রজেক্ট নগরবাসীকে উপহার দিতে পারবো। এছাড়া ঘাটারচরে বাস বে ও টিকিট কাউন্টার নির্মাণের কাজ শুরু হবে। এ নিয়ে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ে এটা করা হবে।

সভায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)  চেয়ারম্যান মো. এহছানে এলাহী, নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, মো. জাকির হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি ওসমান আলী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯ 
ইএআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।