ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
গাজীপুরে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ঢাকা: গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ওরফে রনি (২৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৯ ডিসেম্বর) র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় র‌্যাব-৪ এর একটি দল গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালায়।

এসময় ৫৮৫ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ এক মাদকবিক্রেতাকে আটক করা হয়।  

রনি বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ আশপাশের এলাকায় বিক্রয় করে। মাদকবিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।