ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রংপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

সোমবার (০৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসটির উদ্বোধন হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ ও গণস্বাক্ষরের পর এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

রংপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি নগরীর সিটি বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে রংপুর টাউনহলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির।  

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল করিম, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সনাক রংপুরের সভাপতি সদরুল আলম দুলু, দুদক রংপুরের উপ-পরিচালক শেখ মেসবাহ উদ্দিন, আরপিএমপি এডিসি ট্রাফিক উজ্জল কুমার রায়, জেলা সিনিয়র তথ্য অফিসার হুমায়ন কবীর, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।