ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৫ নারীকে জয়িতা সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
পঞ্চগড়ে ৫ নারীকে জয়িতা সম্মাননা

পঞ্চগড়: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবসে পঞ্চগড়ে জেলার পর্যায়ে পাঁচ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননার ক্রেস্ট ও সনদ তুলে দেন ডিসি সাবিনা ইয়াসমিন।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওয়তায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সম্মাননারপ্রাপ্ত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী দেবীগঞ্জ উপজেলার মধ্যপাড়া এলাকার লুৎফুন নাহার বিউটি, সফল জননী নারী পঞ্চগড় পৌর শহরের রৌশনাবাগ এলাকার আঞ্জুমান আরা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সদর উপজেলার পুরাতন পঞ্চগড় এলাকার সুলতানা পারভীন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ এলাকার রওশন আক্তার এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী বোদা উপজেলার সরকারপাড়া এলাকার সেতারা আক্তার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখসানা মমতাজ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী, স্থানীয় এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, ব্রাক জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, জেলা ব্যবস্থাপক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি তপন টি মুরজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।