ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে রাজিব ইসলাম (২৫) ও আনিছুর রহমান (২২) দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল সরণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ও আনিছুর একই ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামের মোবারক হোসেনের ছেলে।



প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল নিয়ে তেঁতুলিয়ার উদ্দেশে যাচ্ছিলেন রাজিব ও আনিছুর। পথে নজরুল সরণী এলাকায় অপর একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন রাজিব ও আনিছুর। স্থানীয়রা তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে আনিছুরের মৃত্যু হয়।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কুদরতে খুদা মিলন বাংলানিউজকে জানান, ঘটনার পর পরই ঘাতক মোটরসাইকেলটির চালক পালিয়ে যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।