ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দাশেরকান্দি প্লান্ট পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
দাশেরকান্দি প্লান্ট পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী 

ঢাকা: রাজধানীর রামপুরায় ‘দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট’ প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। 

বুধবার (১১ ডিসেম্বর)  সকাল সোয়া ১১টায় আফতাব নগরের পার্শ্ববর্তী এ প্রকল্প এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় প্লান্টের কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন বাংলাদেশি ও চায়নার প্রকৌশলীরা।

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় এ প্রকল্প তৈরি হচ্ছে বসুন্ধরা সিমেন্টে। নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হাইড্রো-চায়না’।  

ঢাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে একই পাইপলাইনে নিয়ে আসতে চীন সরকারের সহযোগিতায় ঢাকা ওয়াসার ২০২৫ সালের মধ্যে বাস্তবায়নাধীন মহাপ্রকল্পের অংশ হিসেবে দাশেরকান্দির এ পয়ঃশোধনাগার প্রকল্প নির্মিত হচ্ছে। ৩ হাজার ৩৭৭ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।  

২৪ হেক্টর জমির ওপর বাস্তবায়নাধীন এ প্রকল্পে দৈনিক ৫০ কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধনের মাধ্যমে ৫০ লাখ নগরবাসীকে সেবা দেওয়া সম্ভব হবে।  

প্রকল্প পরিদর্শনকালে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খানসহ চায়না ও বাংলাদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
টিএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।