ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় তিন নিরাপত্তাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় তিন নিরাপত্তাকর্মী আটক

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় একটি আবাসিক ভবনের পেছন থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় ওই ভবনের তিন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য এই তিনজনকে থানায় ধরে নেওয়া হয়।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের তিন নিরাপত্তাকর্মীকে থানায় আনা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পড়ুন> বনানী থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

তিনি বলেন, চীনা ওই নাগরিক ভবনের ষষ্ঠ তলায় থাকতেন। ধারণা করা হচ্ছে তাকে গতকাল (মঙ্গলবার) খুন করা হয়েছে। আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে কাজ করছি।

বুধবার বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর ভবনের পেছনে মাটিচাপা অবস্থায় জে জিয়াং ফি নামের ওই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।