ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
খুলনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

খুলনা: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সৈয়দ আবু বকর বাবুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার পুরা বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবুল বাগেরহাট জেলার ফকিরহাট থানার হাকিমপুর গ্রামের সৈয়দ মমতাজ উদ্দিনের ছেলে।

খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার পুরা বাড়ির মোড় এলাকায় খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু এবং গাড়িতে থাকা সবাই কম বেশি আহত হন। প্রাথমিকভাবে আহতদের সংখ্যা গণনা করা হয়নি। গাড়ি ও যাত্রীদের উদ্ধার অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।
 
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।