ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
নারায়ণগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমএম ফরিদ আহমেদ নামে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (১১ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জে মিজমিজি টিরোড ইউরো টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত এম এম ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন ক্লিনিক ও তার ব্যক্তিগত ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা। তিনি প্রতারণার কথা র‍্যাবের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।  
বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।