ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
মানিকগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় চোর সন্দেহে বিপ্লব হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে গণপিটুনির এ ঘটনা ঘটে। বিপ্লব ওই উপজেলার মানড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।

আটকদের নাম জানা যায়নি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।