ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে ড. মোমেনের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে ড. মোমেনের শোক

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসারত প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, মেজর জেনারেল জয়নুল আবেদীনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় দীর্ঘদিনের।

তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।