ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোতালেব প্লাজায় বিভিন্ন ব্র্যান্ডের নকল ফোনসেট জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
মোতালেব প্লাজায় বিভিন্ন ব্র্যান্ডের নকল ফোনসেট জব্দ 

ঢাকা: রাজধানীর হাতিরপুল এলাকার মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল ফোনসেট জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ফোন বিক্রির অপরাধে একজনকে একবছরের কারাদণ্ড এবং কয়েকটি দোকানের মালিককে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শুরু হওয়া র‌্যাব-৩ এর এ অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। এতে সহযোগিতা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 

এ সময় বিটিআরসি-এর সহকারী পরিচালক কাজী মাইনুল হাসান ও র‍্যাব-৩ উপ অধিনায়ক মেজর রাহাত আমিন খান উপস্থিত ছিলেন।  

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোতালেব প্লাজায় অভিযান চালানো হয়। এ সময় নানা অনিয়মের জড়িত থাকায় ওই মার্কেটের আটটি দোকানের মালিককে প্রায় ১২ লাখ টাকা জরিমানা এবং একজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

তিনি জানান, অভিযানে বেশ কিছু বিভিন্ন ব্যান্ডের নকল মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। এছাড়া অনেক মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে।  

মোবাইল ফোন নকল না আসল তা ক্রেতারা বুঝবে কীভাবে? এমন প্রশ্নের উত্তরে সারওয়ার আলম বলেন, সাধারণ ক্রেতার জন্য এটা বোঝা খুবই কষ্টসাধ্য। তবে বিটিআরসির একটা নম্বর রয়েছে যেখানে এসএমএস পাঠালে ফোনটি আসল না নকল সে বিষয়ে তথ্য পাওয়া যাবে।  

জব্দ হওয়া নকল মোবাইল ফোন ধ্বংস করে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় যেসব দোকানি পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আর এ ধরনের অভিযান রাজধানীজুড়ে চলবে।  

বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।